Excellence IELTS Shaistaganj – Seniors vs Juniors Football Saga!
⚽ Excellence IELTS Shaistaganj – Seniors vs Juniors Football Saga! ⚽
দুইদিন আগে আমরা খেলেছিলাম সিনিয়র vs জুনিয়রদের মহারণ –
সেদিন মাঠ কাঁপিয়ে জুনিয়ররা জিতেছিল ২-১ স্কোরে! 🎯🔥
আজ আবার মাঠে নেমে গেলাম নতুন উদ্দীপনায়!
এইবার সিনিয়ররা কামব্যাক করে জিতে নিল ১-০ স্কোরে। 💪⚡
📌 সিনিয়র টিমের লিডার: আমাদের দক্ষ ইন্সট্রাক্টর Imran Ahmed স্যার
📌 জুনিয়র টিমের লিডার: আমাদের সম্মানিত CEO Dr. Muminur Rahman স্যার
মাঠে প্রতিটি পাস, প্রতিটি চেষ্টায় ছিল টিমওয়ার্ক, আবেগ আর গর্ব।
উভয় টিমেই Excellence Ielts-এর মেধাবী ছাত্র – মাঠের ভেতরে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে পরিবার। 💙
আজকের দিন আবারও প্রমাণ করেছে – Excellence-এ আমরা শুধু ইংরেজি শিখি না, আমরা একসাথে খেলা, বন্ধুত্ব আর স্মৃতি তৈরি করি! 🙌